নতুন দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিস করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে চান এবং দেশের জন্য কিছু করতে আগ্রহী। ফারুকী বলেন, “গতকাল (রোববার) পর্যন্ত উপদেষ্টা হওয়ার বিষয়ে ‘না’ ছিল, কিন্তু আজ এসে হ্যাঁ বললাম, কারণ দেশের জন্য কিছু করতে চাই।”
তিনি আরও জানান, তার জীবনে কখনো কোনো দল ছিল না এবং শিল্পী হিসেবে তিনি সবসময় তার মতামত প্রকাশ করেছেন, যেটা কখনো দলের সমর্থক হিসেবে দেখা হয়নি। ফারুকী নিজের অভিজ্ঞতা থেকে বলেন, “বিগত সময়ে আমার ওপর নানা চাপ এসেছে, বিভিন্ন লেখার জন্য আমাকে নানা ভাবে অভিযুক্ত করা হয়েছে, তবে আমি কোনো দলের না।”
আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর চাপের উদাহরণ টেনে ফারুকী বলেন, “একটি লেখার কারণে আমার সব ট্যাক্স ফাইল খতিয়ে দেখা হয়েছিল এবং আমার স্ত্রী তিশা সহ আমাকে তদন্তের মুখোমুখি করা হয়েছিল।”
বিএনপি নেতা মেজর (অব.) হাফিজের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফারুকী বলেন, “মেজর হাফিজ দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তবে সম্ভবত সোশ্যাল মিডিয়া দ্বারা বিভ্রান্ত হয়েছেন।”
বঙ্গবন্ধুর বায়োপিকে তিশার অভিনয়ের প্রসঙ্গেও ফারুকী বলেন, “এখন এসব বিষয়ে কথা বলতে চাই না।”
শেষে ফারুকী বলেন, “যতদিন দায়িত্বে থাকবো, কিছু ভালো কাজ করে যেতে চাই। যদি না পারি, তবে দায়িত্ব থেকে চলে যাওয়ার পর বলবো যে ব্যর্থ হয়েছি।” তিনি তার টিমকে দুর্দান্ত হিসেবে অভিহিত করেন এবং তাদের সহযোগিতায় ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।