রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, খন্দকার মোশতাকও তার ছবি সরিয়েছিলেন এবং পরে জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে সমালোচনা অব্যাহত ছিল। এই পরিস্থিতিতে সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মাহফুজ আলম ছবি সরানোর সিদ্ধান্ত নেন।

মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন, উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পরদিনই বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-পোস্ট ‘৭১’ ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটি আমাদের জন্য লজ্জাজনক ছিল যে ৫ আগস্টের পরও আমরা ছবি সরাতে পারিনি। তবে মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page