আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার নান্দনিক ফুটবলের মাধ্যমে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য অর্জন, এবং ক্যারিয়ারে সম্ভাব্য সব পুরস্কারই জিতে নিয়েছেন। ব্যালন ডি’অর তিনি জিতেছেন একাই আটবার, যা ফুটবল ইতিহাসে বিরল। তাই মেসির সমর্থক নেই এমন জায়গা খুঁজে পাওয়া সত্যিই কঠিন।
আর্জেন্টিনা যখন প্রতিপক্ষের মাঠে খেলতে যায়, তখনও স্থানীয় সমর্থকদের অনেকেই নিজেদের দল বাদ দিয়ে মেসি ও তার দলকে সমর্থন জানান। এতে আর্জেন্টিনা দল খেলায় অনুপ্রাণিত হয়। কিন্তু এই বিষয়টি মাথায় রেখে এবার প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা আর্জেন্টিনা ও মেসির জার্সি মাঠে নিষিদ্ধ করেছে। আগামী ১৫ নভেম্বর, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার খেলায় এই নিয়ম প্রযোজ্য হবে।
প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া জানিয়েছেন, প্যারাগুয়ের সমর্থকদের জন্য শুধুমাত্র প্যারাগুয়ের বা নিরপেক্ষ জার্সি পরার অনুমতি দেওয়া হবে। কেউ আর্জেন্টিনা বা মেসির জার্সি পরে মাঠে প্রবেশ করতে পারবেন না। অনেকে ধারণা করছেন, প্যারাগুয়ে মেসির জনপ্রিয়তা কমিয়ে দলকে ঘরের মাঠে সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ এই নিয়মকে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা হিসেবে অভিহিত করেছে।
প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন এও জানিয়েছে, “এটা কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের প্রতি আমাদের সম্মান আছে। তবে ঘরের মাঠে সুবিধা অর্জনের জন্যই এটি প্রয়োজনীয়।” উল্লেখ্য, এ ধরনের সিদ্ধান্ত মেসির জন্য নতুন নয়। এর আগেও মার্চ মাসে ইন্টার মায়ামির বিপক্ষে একটি ম্যাচে নির্দিষ্ট কিছু জায়গায় প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিল ক্লাব।