রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম

মাদারীপুরের শিবচর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমবার (১১ নভেম্বর) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে একটি গ্রাম, যেখানে এক পক্ষের হামলা ও আগুনের ভয়ে পরিবারগুলোর নারী সদস্যরা বাড়ি ছাড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে মালেক মোল্লা ও টুকু ফরাজির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর সোমবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে অন্তত ছয়জন আহত হন।

এই সময়, মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বরকে টুকু ফরাজির অনুসারীরা একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবাদে, মালেক মোল্লার অনুসারীরা প্রতিপক্ষের নেতা টুকু ফরাজীর অনুসারী মতিউর রহমান খানের বাড়িতে হামলা চালিয়ে আগুন দিয়ে পাঁচটি ঘর পুড়িয়ে দেয় এবং ব্যাপক লুটপাট করে। হামলার ভয়ে পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়ে গেলেও, নারী সদস্যরা রাতের আঁধারে তাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ মোকতার হোসেন জানান, ‘‘এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page