শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক

হাসনাত আব্দুল্লাহ: ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশে রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন, আর এর ফলস্বরূপ বিপ্লবীদের বিরুদ্ধে ফাঁসির দড়ি এগিয়ে আসছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, ‘‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’’

পোস্টের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হাসনাত গণমাধ্যমকে জানান, ‘‘রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একদফা আন্দোলন ছিল, যা শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে ছিল। কিন্তু এখন তারা (রাজনৈতিক দলগুলো) সংবিধানপ্রীতি এবং মুজিবের ছবি সরানোর মতো বিষয় নিয়ে আলোচনায় বসছে। গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য যেসব আন্দোলন হয়েছে, আজ তা একে অপরের প্রতি একধরনের সমর্থনে পরিণত হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘দুঃখজনক যে, তাদের বক্তব্যে মোস্তাকের কর্মকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে, যে মোস্তাক ১৯৭৫ সালে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিল।’’

এছাড়া, রাজনীতিবিদদের মধ্যে অগ্রজ-অনুজ বিভাজন তৈরির কথাও উল্লেখ করেন হাসনাত। তিনি মনে করেন, এই পরিস্থিতি বিপ্লব বা গণঅভ্যুত্থানের স্পিরিটে বড় ধরনের ঘাটতি তৈরি করছে।

বর্তমান সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘আমরা এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করছি, অথচ এখন এই সংবিধানেই রাষ্ট্রপতির কাছ থেকে সরকার শপথ নিচ্ছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page