সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

আবারও ৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক

ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় এ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৭ নভেম্বর মোহাম্মদপুর থানার তিনটি আলাদা হত্যা মামলায় আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার শুনানি শেষে এই আদেশ দেন।

শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার আরও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকার মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে, জাসদ নেতা হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ এবং সাদেক খানসহ আরও কিছু রাজনৈতিক নেতাকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page