সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ইজতেমার কারণে পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা

সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ব ইজতেমার কারণে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পেছানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলোর সময়সূচি ঠিক থাকবে।’

এর আগে, গত ৪ নভেম্বর দুপুর ১২টা ১ মিনিট থেকে আবেদন শুরু হয়। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার সব ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা। তবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page