রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

‘ক্রিকেট থেকে দূরে থাকো, টেকনিক নিয়ে কাজ করো’

ভারত বনাম অস্ট্রেলিয়া– এই দুই দলের প্রতিটি সিরিজ শুরুর আগে চলে কথার লড়াই। এবারও তার ব্যত্যয় ঘটছে না। ভারত অস্ট্রেলিয়া সফরের আগে জমে উঠেছে বাগযুদ্ধ। বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে রিকি পন্টিংয়ের মন্তব্য নিয়ে ব্যাপক শোরগোল ভারত-অস্ট্রেলিয়া দুই দেশেই। এবার সেই ঘিয়ে নতুন করে আগুন ঢাললেন অজি কিংবদন্তি ব্রেট লি।

বর্ডার-গাভাস্কার সিরিজের আগে ভারতের দুই ব্যাটার রোহিত শর্মা আর বিরাট কোহলিকে সরাসর হুমকিই দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার সাবেক এ গতি তারকা। ‘বিঙ্গা’ নামে খ্যাতি পাওয়া ব্রেট লি নিজের ইউটিউব চ্যানেলে তাদের উদ্দেশ করে বলেন– ক্রিকেট থেকে আপাতত দূরে সরে থাকো, টেকনিক নিয়ে কাজ করো এবং সতেজ হয়ে ওঠো। এরপর অস্ট্রেলিয়ার মাঠে ফিরে এসো। এটা বলছি, কারণ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলাররা রোহিতকে নতুন বলে আক্রমণ করবে।

অবশ্য ব্রেট লি এ দুই কিংবদন্তিকে খাটো করে দেখতে চান না। সাম্প্রতিক সময়ে অভিজ্ঞ এ ব্যাটারদ্বয় কেন ব্যর্থ হয়েছেন, সেটিও ব্যাখ্যা করতে নারাজ তিনি– আপনি যদি হিটম্যান (রোহিত শর্মা) এবং কিংয়ের (বিরাট কোহলি) দিকে তাকান, ওরা দুজনে শেষ সিরিজে ৯০ রান করে পেয়েছে। এটা তাদের সঙ্গে যায় না। এর চেয়ে অনেক ভালো খেলোয়াড় দুজনেই। তারা কেন ব্যর্থ হয়েছে, সেটি খোঁজাও খুব কঠিন।

সাবেক এ গতি তারকা বলেন, এই দুজনের আবার অনুশীলনে ফিরে যাওয়া উচিত। রোহিত ও কোহলি দুজনেই অস্ট্রেলিয়া সিরিজে ব্যাপক চাপে থাকবেন এমনটিই মনে করেন তিনি।

উল্লেখ্য, টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে রোহিত শর্মার রান ১৩৩, বিরাট কোহলির ১৯২। দুজনেরই ফিফটি মাত্র একটি করে। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া গত সিরিজে রোহিত করেছেন ৯১ রান, কোহলির রান ৯৩। দুজনের ব্যাটিং গড় যথাক্রমে ১৫.১৭ ও ১৫.৫০, যা তাদের সঙ্গে একেবারেই বেমানান বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page