রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

ঘরের মাঠে মালদ্বীপের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ

পাঁচ মাস পর ঘরের মাঠে খেলতে নেমে হারতে হলো বাংলাদেশকে। মালদ্বীপের কাছে ১-০ গোলে হার মানলো তপু বর্মনের দল। প্রথমার্ধে করা গোলে ১-০ গোলে এগিয়ে ছিলো সফরকারীরা। খেলার ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেডে জয়সূচক গোলটি করেন আলি ফাজির।

বুধবার (১৩ নভেম্বর) কিংস এরেনায় শুরু থেকেই মালদ্বীপকে চাপে রেখে আক্রমণ শাণাতে থাকে বাংলাদেশ। আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খায় সফরকারিদের রক্ষণ। এরমধ্যেই স্বাগতিকদের হতাশ করে ১-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপ। খেলার ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেডের মাধ্যে ডেড লক ভাঙেন আলি ফাজির।

ম্যাচে ৩০তম মিনিটে ইসা ফয়সালের ক্রসে ফাহিমের সাইড ভলি পোস্ট ঘেঁষে বাইরে যায়। একটু পর গড়বড় করে ফেলেন তপু বর্মন; ব্যাক পাস দিতে গিয়ে দুর্বল শট নেন তিনি, মিতুলও ছিলেন না প্রস্তুত। তবে দ্রুত ছুটে গিয়ে ফের বলের নিয়ন্ত্রণ নিয়ে বিপদমুক্ত করেন তপু।

বিরতির একটু আগে মোরসালিনের কর্নারে মোহাম্মদ হৃদয় হেড করলে বল যায় সোহেলের পায়ে। বক্সের বাইরে থেকে এই মিডফিল্ডারের বাঁ পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। ১-০ ব্যাবধানে লিড নিয়ে বিরতিতে যায় মালদ্বীপ।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। দ্বিতিয়ার্ধের ৭ম মিনিটে আলি ফাসিরের শট ঝাঁপিয়ে আটকান মিতুল। এরপর পাল্টা আক্রমণে আবারও ভীতি ছড়ায় মালদ্বীপ। সতীর্থের বল ধরে নাইজ হাসান বক্সে ঢুকে পড়ার আগ মুহূর্তে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন ইসা ফয়সাল। আলি ফাসিরের ফ্রি কিক থেকে অবশ্য বিপদ বাড়েনি।

কিছুক্ষণ পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। সোহেল, কাজেম আল কোরেশি ও ফাহিমকে তুলে চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মজিবুর রহমান জনিকে নামান কাবরেরা।

ম্যাচের ৬৯তম মিনিটে সাদউদ্দিনের ক্রসে ইমনের হেড অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। এরপর জনির শট ফিস্ট করে ফেরান মালদ্বীপ গোলরক্ষক, মোরসালিন নেন গোলরক্ষক বরাবর শট। ৮৩তম মিনিটে মোরসালিনের সাইড ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। তিন মিনিট পর গোছানো এক আক্রমণে আশা জেগেছিল; কিন্তু রাকিবের কাট ব্যাকে মোরসালিনের নিচু শট ঝাঁপিয়ে আটকে দেন শারিফ হোসেইন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সতীর্থের ক্রসে সুযোগ পান রাকিব। চিপ করলে বল পেতে পারত জালের নাগাল, কিন্তু এই ফরোয়ার্ডের নিচু শট প্রতিহত করেন গোলরক্ষক। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠে ছাড়ে মালদ্বীপ।

উল্লেখ্য, বাকি সময়েও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সাম্প্রতিক নানা ঘটনায় ফুটবল অনেকটাই নির্বাসিত মালদ্বীপ। ফিফা কর্তৃক সভাপতি বরখাস্তের ঘটনায় খবরের শিরোনামও হয়েছিল তারা। তবে সব ছাপিয়ে দুই ম্যাচের প্রীতি খেলার প্রথমটিতে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page