গত ছয় মাসের মধ্যে মার্কিন ডলারের মূল্য বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বুধবার প্রধান আন্তর্জাতিক মুদ্রাগুলোর তুলনায় বাড়তি হয়েছে। এদিকে জাপানি ইয়েনের মান কমে জুলাইয়ের পর সর্বনিম্ন স্তরে নেমেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ডলারের মূল্য আরও বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন, ট্রাম্প প্রশাসন কর হার কমাবে এবং বাণিজ্য শুল্ক বাড়াবে, যা অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। এ ছাড়া মূল্যস্ফীতি কমানোরও পদক্ষেপ নেওয়া হতে পারে।
বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা জানান, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পেলে রিপাবলিকানরা প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে বেশি ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রে এখন মূল্যস্ফীতির দিকে বিশেষ নজর রয়েছে। অক্টোবরে ভোক্তা মূল্যসূচক শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা অর্থনীতির গতিশীলতায় ভূমিকা রাখবে।