রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

হাসপাতালে ফিরেছেন আহতরা, দুপুরে সচিবালয়ে বৈঠক

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন চার উপদেষ্টা ও একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার সহকারী। বুধবার (১৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে নিটোরের সামনে ছুটে আসেন তারা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর তাদের দাবি পূরণের আশ্বাস দিলে আহতরা হাসপাতালে ফিরে যান।

বুধবার দুপুর থেকে রাত আড়াইটা পর্যন্ত আহতদের আন্দোলন চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের বোঝানোর চেষ্টা করলেও উপদেষ্টাদের উপস্থিতি ছাড়া সড়ক ছাড়তে তারা অস্বীকৃতি জানান। এরপর চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার সহকারী এসে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর তারা হাসপাতালের দিকে ফিরে যান।

রাত ১২টার পর আহতরা হাসপাতাল থেকে বিছানাপত্র এনে নিটোরের সামনের সড়কে অবস্থান নেন। রাত আড়াইটার দিকে সেখানে উপস্থিত হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী পদমর্যাদার সহকারী মো. সায়েদুর রহমান। এসময় উপদেষ্টারা তাদের ভুল স্বীকার ও দুঃখপ্রকাশ করেন এবং আহতদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে বৈঠকের প্রতিশ্রুতি দেন। আহতদের প্রতিনিধিদলের যাতায়াতের জন্য দুটি গাড়ির ব্যবস্থা এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ডিসেম্বরের মধ্যে একটি রূপরেখা বাস্তবায়নের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page