রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

করিমগঞ্জে হোম আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারস ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে নানশ্রী এলাকাবাসীর উদ্যোগে হোম আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারস ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নানশ্রী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন।
জয়কা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য,জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মাহফুজুল হক খান জিকু,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য আবুল কালাম আজাদ।
টুর্ণামেন্ট এর আজকের খেলায় নরসিংদী ফুটবল একাদশ বনাম সরারচর ফুটবল একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম সুজন বলেন,খেলাধুলার মাধ্যমে শারিরিক ব্যায়াম হয়ে থাকে।খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে।খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে থাকার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page