মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৬ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল তিনটায় রহনপুর রেল স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম চত্বরে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এড. নুরুল ইসলাম সেন্টু। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা গনি হামিদ, যুবদল নেতা সাজ্জাদ, আব্দুল্লাহ, পিয়ারুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে ৬ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আমজাদ হোসেনকে সভাপতি এবং রেজাউল করিম বাবুলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
এই কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপির স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন নেতৃবৃন্দ।