২০২৫-২৬ সেশনের জন্য কিশোরগঞ্জ শহর শাখা ও ১৩ উপজেলা শাখার নতুন আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী নির্বাচিত আমিরদের শপথ বাক্য পাঠ করান।
এতে ৬০০ সদস্য (রুকন) ভোটের মাধ্যমে কিশোরগঞ্জ শহর শাখা ও ১৩টি উপজেলা শাখার আমির নির্বাচিত হন। গত ৮ নভেম্বর শহরের নগুয়া এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত প্রার্থীরা ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচিত হন।
নির্বাচিত আমিররা হলেন:
<>কিশোরগঞ্জ শহর শাখা: মাওলানা আ ন ম আবদুল হক
<>সদর উপজেলা: মাওলানা ক্বারী নজরুল ইসলাম
<>হোসেনপুর উপজেলা: আমিনুল হক
<>পাকুন্দিয়া উপজেলা: মাওলানা আবদুল জব্বার
<>কটিয়াদী উপজেলা: অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার
<>তাড়াইল উপজেলা: হাবিবুর রহমান
<>করিমগঞ্জ উপজেলা: মাওলানা আবুল কাশেম
<>ইটনা উপজেলা: হাফেজ আবুল হোসাইন
<>মিঠামইন উপজেলা: মাওলানা তাজুল ইসলাম
<>অষ্টগ্রাম উপজেলা: মাওলানা আশরাফুল হক
<>নিকলী উপজেলা: আবুল হোসেন
<>বাজিতপুর উপজেলা: ডা. ইয়াকুব আলী
<>কুলিয়ারচর উপজেলা: মাওলানা রফিকুর রহমান
<>ভৈরব উপজেলা: মাওলানা কবির হোসেন
এদের শপথ গ্রহণের মাধ্যমে আগামী ২০২৫-২৬ সেশনে জামায়াতে ইসলামীর কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।