কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের রথখলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মো. হাবিবুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. জামাল আবু নাসের হিলালী মিন্টু, জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্যে অংশ নেন ভৈরব উপজেলার লাইনম্যান মো. কেফায়েত উল্লাহসহ অন্যান্য নেতারা। এ সময় কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. আহসান ইবনে আজিজকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।