রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মঙ্গলবারেও চলবে কর্মসূচি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুই দফায় মহাখালিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এর ফলে রাজধানী ঢাকার মহাখালী এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা ফের মহাখালি এলাকায় সড়ক অবরোধ করবেন। তারা তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্তের দাবিতে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সোমবারের অবরোধের সময় মহাখালী, আমতলী, এবং জাহাঙ্গীর গেটসহ আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিমানের রুটে চলা একটি ট্রেন থামানোর চেষ্টা করলেও ট্রেনটি না থেমে চলতে থাকায় তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন, এতে এক শিশুসহ কয়েকজন আহত হন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাখালী এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page