রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার

রংপুরে কোটা আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় মহানগর পুলিশের এএসআই আমীর আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কেও গ্রেপ্তার করা হয়েছিল।

পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের হত্যা মামলায় শরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, গত ১৮ আগস্ট নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী মামলা দায়ের করে, যাতে ১৭ জনের নাম এবং ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা আসামির নাম অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নামও মামলায় নথিভুক্ত করার জন্য একটি সম্পূরক এজাহার দায়ের করা হয়। আদালতের আদেশে তাদের নাম মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page