চাপাইনবয়াবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর ৫ বছরের শিশু নেপাল টপ্পোর (৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে।
১৬ নভেম্বর, শুক্রবার, শিশুটি তার বাড়ির পাশের পশ্চিম গলি থেকে হঠাৎ করে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
২০ নভেম্বর বুধবার সকালে পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে নিজের বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় থানায় একটি ইউডি (অনির্দিষ্ট) মামলা প্রক্রিয়াধীন।