রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

কটিয়াদী পৌরসভা পরিদর্শন ও নতুন রাস্তার শুভ উদ্ভোধন জেলা প্রশাসক ফৌজিয়া খানের

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান। ২১ নভেম্বর, বৃহঃপতিবার সকালে তিনি কটিয়াদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর পৌরসভা হলরুমে উপজেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে তিনি পৌরসভা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দেন।

দুপুরে, কটিয়াদী পৌরসভার আওতাধীন ৪ নং ওয়ার্ডের কুমারপাড়া আরসিসি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এটি স্বনির্ভর বাজার থেকে দিলীপ খাঁন সাহেবের ফিসারী পর্যন্ত প্রসারিত হবে।

এছাড়াও, কটিয়াদী পৌরসভার শ্রী শ্রী লক্ষী নারায়ন জিউর আখড়ায় মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ডিসি ফৌজিয়া খান। সেখানে তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

পৌরসভা পরিদর্শন এবং মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাফফাদ আরা সাঈদ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ ঈশা খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, পৌর সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান পৌর ভবনের জরুরি সংস্কারসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page