oplus_2
কিশোরগঞ্জের কটিয়াদীতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন গণ-অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আলহাজ্ব লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলা প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের বৈদেশিক বাণিজ্য সম্পাদক আলহাজ্ব লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু।
মতবিনিময় সভায় কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।