কটিয়াদী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন। উদ্বোধনী বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষি।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার।
সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবি মিয়া।
কর্মী সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দলের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।