রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

মুরগি বিক্রেতাকে পিটিয়ে হত্যা; বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে পরিবার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘির দৌলতপুর হাওরের মাঘাপোড়া বিল এলাকায় এক মুরগি বিক্রেতাকে পিটিয়ে হত্যা এবং লুটপাটের ঘটনায় নিহতের পরিবার বিচারের দাবিতে ছুটছে। গত ২২ আগস্ট রাতে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া (২৪) ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কবিলাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মুরগি ব্যবসায়ী শুখন মিয়ার ছেলে।

সাগরের পরিবারের ভাষ্যমতে, ওই দিন মিঠামইনের গোপদীঘি বাজারে মুরগি বিক্রির পর, সাগর তার বাবা ও চাচার সঙ্গে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দৌলতপুর হাওরে জলমহালের পাহারাদারের পরিচয়ে কয়েকজন নৌকা থামিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা মুরগি বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাগর আঘাতে পানিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এই ঘটনার পর নিহত সাগরের বাবা শুখন মিয়া মিঠামইন থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যদিও এক আসামিকে তিনি নিজ উদ্যোগে পুলিশের কাছে সোপর্দ করেছেন, বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

সাগরের দাদি বলেন, “আমাদের ছেলে কোনো অপরাধ করেনি। কেন ওকে এভাবে মেরে ফেললো? আমরা বিচার চাই।” সাগরের বাবা শুখন মিয়া বলেন, “আমি নিজে একজন আসামিকে ধরিয়ে দিয়েছি। কিন্তু বাকিদের এখনও গ্রেফতার করা হয়নি। আমরা ন্যায্য বিচার চাই।”

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া (রুবেল) বলেন, “এ ঘটনা খুবই দুঃখজনক। প্রশাসনের প্রতি আমাদের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

মিঠামইন থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আলম জানান, “আমরা এই ঘটনায় জড়িতদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

নিহত সাগরের পরিবার এবং স্থানীয় এলাকাবাসী এখনো ঘটনার সুষ্ঠু বিচারের অপেক্ষায় রয়েছে। তাদের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page