রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

কটিয়াদীতে জমি দখলের চেষ্টাকালে সেনাবাহিনীর হাতে ৫ জন আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে বলপূর্বক জমি দখল ও ভাঙচুর-লুটপাটের অভিযোগে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন সালাহ উদ্দিন সেলু (৬৫), মো. মুর্শিদ মিয়া (৪২), লুৎফর রহমান মেনু (৫২), আজাদুল কবির বিপুল (৪৩), এবং জাকির হোসেন জুয়েল (৪২)। পরে তাদের কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হয়। রোববার দুপুরে আটককৃতদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার সকালে আচমিতা ইউনিয়নের মধ্যচারিপাড়া গ্রামে মো. আসাদ মিয়ার ক্রয়কৃত জমিতে ভাড়াটে লোকজন নিয়ে সালাহ উদ্দিন সেলু জোরপূর্বক জমি দখল করার চেষ্টা চালান। তারা বাড়ি নির্মাণের সামগ্রী ভাঙচুর ও জমির বিভিন্ন গাছপালা কাটতে শুরু করলে স্থানীয়রা বাধা দেন।

বাধা দিলে হামলাকারীরা বাড়ির মহিলাসহ লোকজনকে মারধর করে। ঘটনাস্থলটি কটিয়াদীর অস্থায়ী সেনা ক্যাম্পের নিকটবর্তী হওয়ায় খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

শনিবার রাতে জমির মালিক আসাদ মিয়া আটককৃতদের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি জানান, “আমার ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছি। বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের উদ্দেশ্যে আমার স্থাপিত সিমেন্টের পিলার ভাঙচুর ও গাছপালা কাটতে শুরু করে। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়।”

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page