সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা দিনার গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান দিনার (৪০) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার রাত পৌনে ৮টায় পাকুন্দিয়া উপজেলার কাউনা বাজার থেকে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দিনার পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গত ২০ জুলাই পাকুন্দিয়া বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালীন দুষ্কৃতিকারীরা হামলা চালায়। ওই হামলায় কয়েকজন আহত হন। এই ঘটনায় মো. মোস্তফা বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন।

র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, “গ্রেফতারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page