রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি:
জনসচেতনতা বাড়াতে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের মোড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে হেলমেট না থাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কামরুল ইসলাম আকন্দ এবং কটিয়াদী মডেল থানার এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইসেন্স ও হেলমেটবিহীন যেকোনো চালকের জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা রোধে এবং মোটরসাইকেল চালকদের মাঝে আইন মেনে চলার প্রবণতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মাঝে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।

এ অভিযান সম্পর্কে স্থানীয় বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এটি সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে, কিছু চালক জরিমানার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, লাইসেন্স নবায়নের প্রক্রিয়াটি আরও সহজ এবং হেলমেটের দাম সহনীয় হলে সবাই আইন মানতে উৎসাহী হবে।

পরবর্তী পরিকল্পনা

উপজেলা প্রশাসন জানিয়েছে, শুধু হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকই নয়, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও এ ধরনের অভিযান চালানো হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন আইন অনুসারে, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া যানবাহন চালানো আইনত অপরাধ। তাই মোটরসাইকেল চালকদের দায়িত্বশীল আচরণ ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page