কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রাশেদুল হক দিদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর থানাধীন ইশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের সূত্র জানায়, দিদার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতারের পর কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেফতারকৃত দিদারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। তাকে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
স্থানীয়ভাবে এ গ্রেফতার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।