পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া পূর্বপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ঝিনাইদহের কাজলী নামের এক নারী।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টা থেকে প্রেমিক মোজাম্মেল হকের বাড়িতে অবস্থান নিয়েছেন কাজলী। ওই নারী জানান, ২০২০ সালের ১০ নভেম্বর মোবাইলে বিয়ে হয় তাদের। চার বছর ধরে প্রেমের সম্পর্ক চললেও এখন মোজাম্মেলের পরিবার সম্পর্ক মেনে নিতে নারাজ।
কাজলীর ভাষ্য, মোজাম্মেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসে থাকাকালীন মোবাইলের মাধ্যমে বিয়ে করেন। বর্তমানে তিনি তার অধিকার আদায়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। কাজলী আরও জানান, বিয়ে না হলে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন।
স্থানীয় ইউপি সদস্য আ. ছোবান জানান, গতকাল রাতে মোজাম্মেলের বাড়িতে কাজলী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে মোজাম্মেল এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
অন্যদিকে মোজাম্মেলের মা দাবি করেছেন, তার ছেলের সঙ্গে কাজলীর কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এখনো ওই নারী থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ পরিস্থিতির দ্রুত সমাধান চান।