রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর আয়োজনে গবেষণা রীতি-পদ্ধতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সেমিনার কক্ষে এই কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়া, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন।

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম এবং কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারী কর্মশালায় উপস্থিত ছিলেন। এই কর্মশালার প্রথম দিন ১৯ জন তরুণ গবেষক অংশ নেন। ২৮ নভেম্বর দ্বিতীয় দিনের কর্মশালায় আরও ২১ জন গবেষক অংশ নেবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম তার উদ্বোধনী বক্তব্যে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুল ইন্সটিটিউটের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নজরুল বিষয়ে গবেষণার একটি দারুণ সুযোগ পেয়েছে। এই কর্মশালা শিক্ষার্থীদের গবেষণার পদ্ধতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “তোমরা এখানে যা শিখবে তা কাজে লাগিয়ে নজরুল বিষয়ে নতুন তথ্য উপস্থাপন করবে। এটি আমাদের নজরুল-চর্চাকে সমৃদ্ধ করবে। আজকের কর্মশালা তোমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।”

দুই দিনব্যাপী এই কর্মশালা শিক্ষার্থীদের গবেষণায় আরও দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page