পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই)-এর উদ্যোগে “৫ম প্রাণী কল্যাণ কর্মশালা বাংলাদেশ ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হল রুমে সকাল ৯:৩০টায় এই কর্মশালা শুরু হয়। কর্মশালার সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার এবং সঞ্চালনা করেন সিকৃবির সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা অনুষদের অধ্যাপক মো. জামাল হোসেন, এ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল কবির, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. লুৎফুর রহমান এবং বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন আইএসএই-এর কান্ট্রি লেইজোন অধ্যাপক ড. জসিম উদ্দিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং বরিশাল বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ। কর্মশালায় পবিপ্রবি, বাকৃবি, রাবি ও সিকৃবির গবেষকরা খাদ্য নিরাপত্তা ও প্রাণী কল্যাণ বিষয়ে সাতটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন পিএইচডি, এমএস, ডিভিএম ও এনএফএস শিক্ষার্থীরা।
প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে পশু কল্যাণের প্রতি মনোযোগ দিতে হবে। অসুস্থ পশুকে চিকিৎসা না দিয়ে বিক্রি করা, অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরপরই কসাইয়ের কাছে পশু সরবরাহ করা—এসব কর্মকাণ্ড আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। অতিরিক্ত লাভের আশায় পশুর স্বাস্থ্য উপেক্ষা করে মোটাতাজাকরণ করা একটি বড় সমস্যা। আমাদের আরও সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।”
কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারীরা প্রাণী কল্যাণ ও খাদ্য নিরাপত্তা নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে দেশে প্রচলিত পশু আইন ও পশু ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যার সমালোচনা এবং উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।