চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নিউজ টোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল আলম সভাপতি এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রাতে শহরের একটি হোটেলের হলরুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে এস এ টিভির মো. আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টিভির মো. ফারুক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে দেশ টিভির মো. তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসি’র মো. জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সময় টিভির মো. জাহাঙ্গীর আলম, সদস্য পদে আনন্দ টিভির ফেরদৌস সিহানুক শান্ত এবং বৈশাখী টিভির মো. আব্দুল অহাব।
নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে তাদের দক্ষ নেতৃত্বে সংগঠন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। আল্লাহ তায়ালা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন।