শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

ইটনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় গত জুলাই-অগাস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এতে আহত শিক্ষার্থীরা, তাদের অভিভাবকগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন আহত শিক্ষার্থী ভৈরব হাজী হাসমত কলেজের সামিউল, কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ কলেজের রাকিব মিয়া, আহত শিক্ষার্থীর অভিভাবক ফয়সাল আহমেদ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল বারী ফরায়েজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং বিশিষ্ট সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম।

বক্তাগণ গণঅভ্যুত্থানের পটভূমি, ছাত্র-জনতার আন্দোলনের তাৎপর্য এবং ফ্যাসিবাদী সরকারের দমননীতি নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ইলিয়াছ ও ইটনা থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন। স্মরণসভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক পটল।

স্মরণসভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page