কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর গ্রামের কৃষক মলিক মিয়া আগাম রিফা জাতের শিম চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। তার ফসলি জমিতে শক্ত সুতো ও বাঁশের তৈরি মাচার ওপর মেলে ধরেছে শিম গাছের কচি ডগা, যেখানে উঁকি দিচ্ছে সাদা ফুল।
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, কটিয়াদী উপজেলার মাটি আগাম সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এতে দ্বিগুণ ফলনের সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে আগাম শিম চাষের আগ্রহ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, কৃষকদের জমি শিম গাছের ফুলে ভরে গেছে। কয়েক দিনের মধ্যেই বাজারে নতুন শিম ওঠার সম্ভাবনা রয়েছে। কৃষকরা গত জুন মাসে জমিতে রিফা জাতের শিমের বীজ রোপণ করেন। মাত্র ৫৫-৬০ দিনের মধ্যে গাছ থেকে শিম উত্তোলন সম্ভব।
কৃষক মলিক মিয়া বলেন, “আমি ২০ শতক জমিতে রিফা জাতের শিম চাষ করেছি। বর্তমান বাজারে শিমের ভালো দাম থাকায় সব খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকা আয় করার আশা করছি।”
কটিয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, “উপজেলা কৃষি বিভাগ প্রান্তিক কৃষকদের আগাম শিম চাষে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা বলেন, “শিম শীতকালীন সবজি হলেও এখন আগাম শিম চাষ হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বাজারেও আগাম শিমের দাম ভালো। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাদের পাশে আছি।”
আগাম শিম চাষ কৃষকদের মধ্যে অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনা জাগিয়েছে এবং এটি কটিয়াদী অঞ্চলের সবজি উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।