নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় যশোর-ঝিনাইদহ সড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া গেছে: যশোরের নওয়াপাড়ার সবুজ হোসেন (৩০), খুলনার ফুলতলার কিবরিয়া হোসেন (৫০), ঝিনাইদহের খাজুরার শাহাবুদ্দিন (২৮), আরাপপুরের সবুজ হোসেন (৩৮), মহেশপুরের লিপি খাতুন (৩০), কালীগঞ্জের কৃষ্ণা দত্ত (৩৭), শিবনগরের জাহিদুল ইসলাম (৫২), চৌগাছার জাহানারা বেগম (৪৫)। সবুজ হোসেন ও শাহাবুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে বাস ও ভ্যানের যাত্রীসহ চালকেরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের যশোরে পাঠানো হয়েছে। বাকিরা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন সড়ক দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে বলে জানা গেছে।