সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

‘খুনি হাসিনা সুযোগ পেলে আমাদের অস্তিত্ব রাখবে না’: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের টাউন হলে আয়োজিত শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, “খুনি হাসিনা সুযোগ পেলে আমাদের অস্তিত্ব রাখবে না।” শনিবার (৩০ নভেম্বর) সকালে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “৫ আগস্টে অনেক শহীদ পরিবারকে দাফন করতে বাধা দেওয়া হয়েছিল। তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। খুনি হাসিনা এবং তার দোসররা সুযোগ পেলেই একই কাজ করবে। আমাদের সেই অভ্যুত্থানের চেতনা রক্ষা করতে হবে।”

তিনি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলেন, “যারা এই হত্যাযজ্ঞে জড়িত, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তাদের বিচার করতে কোনো দয়া দেখানো উচিত হবে না। ন্যায়বিচার নিশ্চিত না হলে দেশের পরিস্থিতি মিশরের মতো হতে পারে।”

ইসকন প্রসঙ্গে সারজিস আলম বলেন, “ইসকনের উগ্রবাদীরা সম্প্রতি যে সহিংস ঘটনা ঘটিয়েছে, তা অগ্রহণযোগ্য। কোনো ধর্মের উগ্রপন্থী কার্যকলাপ বরদাশত করা হবে না। যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতা ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, আন্দোলনে নিহত ময়মনসিংহ বিভাগের ৯৩ পরিবারের মধ্যে ৫৫ পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বাকিদের সহায়তা পর্যায়ক্রমে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম এবং শহীদ আহনাফের মা জারতাস পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page