বরগুনার তালতলী উপজেলায় বিএনপির আয়োজনে এক জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে তালতলী বাজারে অনুষ্ঠিত এ সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার। তিনি বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ধ্বংসস্তূপ থেকে বিএনপি নতুন শক্তিতে জেগে উঠবে। দেশের জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য ওমর আবদুল্লাহ শাহীন। তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির এবং সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন হাসান শাহীন। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. শাহজালাল রুমি।
বক্তারা আরও বলেন, বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের জনগণ জাতীয় নির্বাচনে ভোটের অধিকার পুনরুদ্ধার করবে। তারা আগামী নির্বাচনে তালতলীতে বিএনপির শক্তিশালী প্রার্থী নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। জনসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জনগণের শান্তি কামনা করা হয়।