ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি ও বারাশিয়া নদীর তীরে নতুন একটি বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিন ঝোপঝাড়ে আচ্ছাদিত পড়ে থাকা ঐতিহাসিক হেলিপোর্টের প্রায় এক একর জমিতে এ কেন্দ্র নির্মাণ করছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, ঝোপঝাড় পরিষ্কার করে মাটি ও বালু দিয়ে জায়গা সমতল করা হয়েছে। ওয়াকওয়ে নির্মাণে ইটের সলিং বসানো হয়েছে। শিশুদের জন্য থাকবে দোলনা, স্লিপারসহ বিভিন্ন রাইড। সাজানো হবে বিভিন্ন আলোকবাতি ও সৌন্দর্যবর্ধন বৃক্ষে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে জানিয়েছেন, প্রাক্কলন অনুযায়ী কাজ চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সমাপ্তি হবে। ২০২২-২৩ অর্থবছরের টিআর প্রকল্পের বিশেষ বরাদ্দ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ৭ লাখ টাকা দিয়ে এ কাজ শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন জানান, “বিনোদন কেন্দ্রের কাজ কিছুটা বিলম্বে শেষ হচ্ছে। তবে কাজ শেষ হলে এটি জেলা প্রশাসকের মাধ্যমে উদ্বোধন করা হবে।”
স্থানীয় প্রেসক্লাব সভাপতি আলমগীর কবীর বলেন, “বিনোদন কেন্দ্রটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দীর্ঘদিন পতিত থাকা হেলিপোর্টের জায়গা এমন উদ্যোগে কাজে লাগানো প্রশংসনীয়।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রটি চালু হলে শিশুসহ সকল বয়সের মানুষের জন্য এটি হবে একটি প্রশান্তির স্থান।