ক্রীড়া প্রতিবেদক:
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার (৩০ নভেম্বর) এই জয়ে মিরপুরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে স্বাগতিক দল।
প্রথমে ব্যাট করে আইরিশরা ৬ উইকেটে ১৯৩ রানের লড়াকু পুঁজি গড়ে। বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন সুলতানা খাতুন। ১০ ওভারে ৩২ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও ব্যাটারদের দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ফারজানা হক। ফাহমিদা খাতুন ও স্বর্ণা আক্তারের অপরাজিত ব্যাটিংয়ে ৪৩.৫ ওভারে লক্ষ্য পূরণ করে দল।
মিরপুরে ১৬৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড এবার প্রথমবারের মতো গড়ল বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়া করে ম্যাচটি টাই হয়েছিল।
বাংলাদেশ দলের এই ধারাবাহিকতা দলকে আগামী ম্যাচগুলোতে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।