নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের জন্য লিফলেট বিতরণ এবং নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে জামপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমুজাহিদ মল্লিক। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি মো. আমির, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন সরকারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের পাশাপাশি জামপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় নেতারা রাষ্ট্র মেরামতের কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার রক্ষায় দলীয় কার্যক্রম জোরদারের আহ্বান জানান।