গতকাল (৩০ নভেম্বর ২০২৪, শনিবার) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালীতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সমাবেশের মাধ্যমে উপজেলা কমিউনিস্ট পার্টি নভেম্বর ২০২৪ মাসব্যাপী জাগরণ যাত্রাসহ বিভিন্ন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
উপজেলা কমিটির সভাপতি কমরেড সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং মানিকখালী আঞ্চলিক শাখার সভাপতি কমরেড শেখ জমশেদের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড রঞ্জিত কুমার সরকার, সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা কামাল নান্দু, কটিয়াদী শাখার সম্পাদক কমরেড পলাশ বিশ্বাস এবং মানিকখালী শাখার সদস্য কমরেড জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং ধর্মীয় বিভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জনগণকে এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এসব চ্যালেঞ্জের মোকাবিলা করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থ উল্লেখ করে বলেন, “জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
সমাবেশে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।