সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

ফেনীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এনজিও কর্মীর

ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় কামরুজ্জামান (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মো. নুরুজ্জামানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকে কর্মরত ছিলেন এবং ব্রাকের দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির মনিটরিং কর্মকর্তা হিসেবে দুই মাস ধরে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত ১০টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে কামরুজ্জামানের। শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও অচেতন হয়ে পড়ায় স্থানীয়রা তাকে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ফেনী থেকে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে ফের ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাকের ফেনী জেলা সমন্বয়কারী শফিউল আজম বলেন, “শরীরে তেমন কোনো দৃশ্যমান আঘাত না থাকলেও মাথার সামনের অংশ ফুলে যায়, যা দেখে চিকিৎসকেরা ধারণা করেন তার মাথায় অভ্যন্তরীণ আঘাত লেগেছে। ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ইসিজি রিপোর্ট দেখে তাকে ফের ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়, কিন্তু তার আগেই তিনি মারা যান।”

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন জানান, “মাথায় অভ্যন্তরীণ আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রয়োজন।”

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওলী আহাদ বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page