কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ার রায়ে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা।
রোববার রাতে রায়ের খবর শোনার পর জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে মিছিলে অংশ নেন দলটির সহস্রাধিক নেতাকর্মী। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরীফ, সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা আরও বলেন, তারেক রহমানের খালাসে শুধু বিএনপি নয়, সারাদেশের সাধারণ মানুষও আজ আনন্দিত।
বক্তারা অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।