সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জে শতবর্ষী ঈদগাহ ও খেলার মাঠ রক্ষায় মানববন্ধন, জবরদখলের অভিযোগে উত্তেজনা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আতকাপাড়া এলাকায় শতবর্ষী ঈদগাহ ও খেলার মাঠ রক্ষায় ঝাড়ু হাতে রাস্তায় মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেয়। এলাকাবাসীর দাবি, প্রায় ১০০ বছর ধরে এই মাঠটি ঈদগাহ এবং খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। মাঠটির পাশে একটি সরকারি রাস্তা, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার প্রভাবশালী বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আনিস ফকির মাঠটি জোরপূর্বক দখলের পায়তারা করছেন। স্থানীয়দের দাবি, আনিস ফকিরের নির্দেশে তার লোকজন কিছুদিন ধরে মাঠটি দখল করে এস্কেভেটর দিয়ে পুকুর খননের কাজ শুরু করেছে। এছাড়া মাঠে প্রবেশ নিয়ে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “আমি বিষয়টি আগে জানতাম না। তবে এখন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সরেজমিনে তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

এলাকাবাসী স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, যাতে ঐতিহ্যবাহী মাঠটি রক্ষা করা যায় এবং জবরদখলের চেষ্টা বন্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page