সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

নেত্রকোনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ উদযাপিত

নেত্রকোনা জেলা প্রতিনিধি:
আজ সোমবার (২ ডিসেম্বর), নেত্রকোনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে কেক কাটা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। রূপালী মহিলা উন্নয়ন সংস্থা, আইইডিএস এবং সেরা-SEREA এর যৌথ উদ্যোগে জেলা শহরের দক্ষিণ কাটলী বঙ্গবন্ধু মোড় এলাকায় সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেরা’র নির্বাহী পরিচালক এস.এম. মজিবুর রহমান। এতে বক্তব্য দেন রূপালী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, আইইডিএসের নির্বাহী পরিচালক শামীম আহমেদ, এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, সিনিয়র সাংবাদিক ভজন দাস, সেরা’র কর্মসূচি পরিচালক আলী উছমান, সাংস্কৃতিক কর্মী মোজ্জামেল হক এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক (শিক্ষা) প্রবাল চন্দ্র সাহা।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই আয়োজন নেত্রকোনার এনজিও খাতের উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page