কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা।
সোমবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা তাবলিগ জামাতের মুরুব্বি আশরাফুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের তাবলিগ জামাতের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, “সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
মাওলানা সাদের অনুসারীরা আরও বলেন, “বিশ্ব ইজতেমার ঐতিহ্য রক্ষায় মুরুব্বি মাওলানা সাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তার অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
অনুসারীরা দাবি করেন, ইজতেমায় তার অংশগ্রহণ তাবলিগ জামাতের ঐক্য এবং দ্বীনি দাওয়াতের কার্যক্রম আরও শক্তিশালী করবে।