সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

সরকারি চাকরিতে ৪.৭৩ লাখ শূন্য পদ, দ্রুত নিয়োগে উদ্যোগ চেয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট
দেশে সরকারি চাকরির ৪ লাখ ৭৩ হাজার ১টি শূন্য পদ পূরণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) এ বিষয়ে একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১টি।” এ অবস্থায় শূন্য পদ পূরণের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে বিপিএসসি মূলত প্রথম শ্রেণির নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে। অনুমোদিত অন্যান্য পদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের মাধ্যমে পূরণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব কমাতে কাজ করছে। তবে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে, অনুমোদিত শূন্য পদগুলো বিধি মোতাবেক দ্রুত পূরণের ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে শূন্য পদ পূরণে ইতোমধ্যে কী কী কার্যক্রম নেওয়া হয়েছে, তা ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

সরকারি শূন্য পদ পূরণে এই উদ্যোগকে দেশের বেকার জনগণের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে এ সংকট দীর্ঘমেয়াদি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page