সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে তারেক রহমানের খালাসে বিএনপির আনন্দ মিছিল

আরমান মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ থেকে খালাস দেওয়ার জন্য পৌর বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন এবং সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াছ আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব।

এছাড়াও কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

মিছিলটি এলাকার দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার সঞ্চার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page