জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক জোটের আয়োজনে ছাত্র ঐক্যের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশের ১২টি ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর আজ (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, এবং ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল বাশার আজিজী। এছাড়া অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও এতে যোগ দেবেন।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় জানান, “দেশে ঐক্যের প্রয়োজন এখন সময়ের দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের এই আয়োজন দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানের অন্যতম আয়োজক সুবর্ণ আসসাইফ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য। এই উদ্যোগ সেই প্রয়োজনীয়তার প্রতিফলন।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটে সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটি অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকরা আশা করছেন, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সবার সহযোগিতা পাওয়া যাবে।