কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ক্যান্সার রোগী মো. আলহাজ্ব মিয়ার পাশে দাঁড়িয়েছে শিমুলিয়া প্রবাসী মানব কল্যাণ সংগঠন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক দিদার খন্দকার এবং প্রবাসী জালাল উদ্দিন ও শামীমের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি এই আর্থিক সহায়তা প্রদান করে।
আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রোগীর বাড়িতে শিমুলিয়া প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সদস্যরা নগদ ৬১ হাজার টাকা হস্তান্তর করেন। এই সহায়তা রোগীর চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দুজ্জামান, দৈনিক যুগান্তরের পাকুন্দিয়া প্রতিনিধি এম সাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে রোগীর পরিবার তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী সংগঠনটি আবারও প্রমাণ করলো যে, মানবকল্যাণে তাদের অবদান সবসময়ই উল্লেখযোগ্য।
প্রতিবেদক:
এম এ হান্নান
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ