কিশোরগঞ্জ প্রতিনিধি:
ভারতের আগরতলাস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ১০ টায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।জেলা শহরের পুরানথানা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরানথানা শহীদী মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আরিফুল ইসলাম সুজন,জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক উবায়দুর রহমান শাকিল,যুবদল নেতা রুহুল আমিন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আশরাফ আলী সোহান প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় ব্যাক্তিবর্গসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।