সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও যানজটমুক্ত কিশোরগঞ্জ গড়ার অঙ্গীকার: বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু বলেছেন সন্ত্রাস ,চাঁদাবাজ,মাদক ও যানজট মুক্ত কিশোরগঞ্জ গড়তে চাই।আগামী দিনের কিশোরগঞ্জ হবে সকল অপরাধমুক্ত।সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে,পাশাপাশি নাগরিক সেবা বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার একান্ত আলাপ চারিতায় এ প্রতিনিধিকে এসব কথা বলেন তিনি।
তিনি তার বক্তব্যে আগামীর কিশোরগঞ্জকে একটি সুন্দর সুশৃঙ্খল বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চান বলে পরিকল্পনা হাতে নিয়েছেন।
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলাকে তিনি ঢেলে সাজাতে চান।
আন্তশহর সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি করে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চান,পাশাপাশি নাগরিক সেবা বৃদ্ধি করতে চান বলেও জানিয়েছেন তিনি।রাজধানী সহ আন্তশহর দ্রুতগামী আরামদায়ক রেল ও সড়ক পথে স্বল্প সময়ে নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা গড়ার পদক্ষেপ নেয়া হবে।কাঠামোগত সকল উন্নয়ন সম্বলিত কাজ করার কথা জানিয়ে রেজাউল করিম খান চুন্নু বলেন,কিশোরগঞ্জে বিগত সাড়ে ১৫ বছর সময়ে যারা নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট সরকারের এমপিরা কোন উন্নয়ন করেনি।তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছেন,নিজেদের পকেট উন্নয়ন করেছেন।মানুষের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেন নি।তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আমি বিজয়ী হতে পারলে আগামী প্রজন্মকে একটি সুন্দর বসবাসযোগ্য নিরাপদ কিশোরগঞ্জ উপহার দিতে চাই।যেখানে থাকবে না কোন সন্ত্রাসী,চাঁদাবাজি।সকলে নিরাপদে বসবাস করতে পারবে, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে যা যা করণীয় আমি তাই করবো।শিক্ষা ব্যাবস্থা ও।স্বাস্থ্যসেবার মান উন্নয়নকল্পে তিনি বলেন,কিশোরগঞ্জে স্থাপিত বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, আধুনিকায়ন স্বাস্থ্য সেবার মানউন্নয়ন সহ সেবা প্রদানের লক্ষ্যে বর্তমানে চলমান সকল হাসপাতাল সমূহের উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।
অধুনিক কিশোরগঞ্জ গড়তে তিনি বদ্ধ পরিকর।কিশোরগঞ্জ শহরকে তিনি মেগা শহর বানাতে চান বলেও তার বক্তব্যে উল্লেখ করেন।
সদর ও হোসেনপুর উপজেলার শিল্পাঞ্চল সৃষ্টি ও অর্থনৈতিক জোন সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি।জেলাধীন সকল শহরে যানজটহীন চলাচলের সুব্যবস্থা করা হবেও বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন তিনি।
এ লক্ষ্যে তিনি গ্রামেগঞ্জে পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন।ব্যাপক সাড়াও পাচ্ছেন।
প্রতিনিয়ত সদর উপজেলা ও হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে উঠান বৈঠক ও মতবিনিময় করছেন।জনসমুদ্রে পরিণত হচ্ছে এসব মতবিনিময় সভা।
তাই তিনি আগামী দিনে আধুনিক কিশোরগঞ্জ বির্নিমাণে সকলের সহযোগীতা চেয়েছেন।
রেজাউল করিম খান চুন্নু একজন রণাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা।তিনি ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।তিনি জজ এসোসিয়েশনের মহাসচিব ছিলেন।তিনি প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন,বর্তমানে তিনি জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক।সদা হাস্যউজ্জল রেজাউল করিম খান চুন্নুর রয়েছে দলের ভিতরে বাইরে ব্যাপক জনপ্রিয়তা।তার রয়েছে নিজস্ব বলয়।তিনি হাসিমুখে গরীব দুখী মানুষের সাথে কথা বলে মিশতে পারেন বলে সবাই তাকে ভালবাসে।তার এ ইমেজকে কাজে লাগিয়ে সদর-হোসেনপুর আসন আবার বিএনপির কবজায় আসবে এমনটাই প্রত্যাশা করছে দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য,২০১৮ সালের নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এলজি আরডি মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বিপক্ষে নির্বাচন করেছিলেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page